RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৫ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২১ ১৪২৭ ||  ১৮ রবিউস সানি ১৪৪২

শরীরে পরিবর্তন আনা তার শখ 

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৫ অক্টোবর ২০২০  

মানুষের নানা রকম শখ থাকে। সেই শখ পূরণ করতেও পিছ পা হন না কেউ কেউ। 

রল্ফ বুখহলজ এমন এক সৌখিন ব্যক্তি। নিজের শরীরে নানা পরিবর্তন এনে শখ পূরণ করেন এই জার্মান। পাশাপাশি রেকর্ডও গড়েছেন তিনি।

৪০ বছর বয়স থেকে শরীরের বাহ্যিক এই পরিবর্তন শুরু করেন রল্ফ। অন্যদের কাছে বিষয়টি অদ্ভুত মনে হলেও তার কাছে এটি এখন নেশা। এখন পর্যন্ত শরীরে ৫১৬ টি পরিবর্তন এনেছেন তিনি। এর মধ্যে রয়েছে ট্যাটু, শরীর ফোঁড়ানোর মতো পরিবর্তন। রল্ফ জানিয়েছেন, এখানেই শেষ নয়, ভবিষ্যতে শরীরের আরো পরিবর্তন আনবেন তিনি।

এর আগে ৪৫৩টি শারীরিক পরিবর্তনের মাধ্যমে রেকর্ড গড়েছেন তিনি। এর মধ্যে ১৫৮ বার ঠোঁট ফুঁড়িয়েছেন রাল্ফ বুখহলজ।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়