ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

৪৫ মিনিটের মৃত্যু!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৯ নভেম্বর ২০২০   আপডেট: ১১:৫৫, ১৯ নভেম্বর ২০২০
৪৫ মিনিটের মৃত্যু!

পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না। অলৌলিক এই ঘটনাগুলো আমাদের মনে বিস্ময়ের সৃষ্টি করে। এমনই একটি ঘটনা ঘটেছে মাইকেল ন্যাপিনস্কি নমের এক ব্যক্তির সঙ্গে।

যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেলের ৪৫ মিনিটের জন্য ‘মৃত্যু’ হয়েছিল। শুনতে অদ্ভুত লাগলেও এই অভিজ্ঞতা হয়েছে তার।

কিছুদিন আগে মার্কিন মুলুকের মাউন্ট রেইনার জাতীয় উদ্যানে গিয়েছিলেন ৪৫ বছর বয়সি মাইকেল। এরপর পথ হারিয়ে ফেলেন। পরবর্তী সময়ে তাকে উদ্ধারের জন্য অভিযান শুরু হয়। পরে তার সন্ধান পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডায় তার শরীর অসাড় হয়ে গিয়েছিল। হার্টবিটও ছিল বন্ধ! আপাত দৃষ্টিতে সবাই মনে করেছিলেন তিনি মারা গেছেন। কিন্তু ৪৫ মিনিট পরই তার হৃদপিণ্ড আবার সচল হয়। চিকিৎসকরাও বিষয়টিকে ‘মিরাকল’ বলছেন।

দুইদিন পর চেতনা ফিরে পান মাইকেল। ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের সেবিকা হোয়াইটনি স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘অনেক চেষ্টার পর যখন তিনি চোখ খুললেন, চোখে পানি এসে গিয়েছিল। আমাদের পরিশ্রম কাজে এসেছে বলেই ভালো লেগেছে।’

বিস্মিত মাইকেল বলেন, ‘আমি সত্যিই জানি না কী হয়েছিল। হয়তো মারাই গিয়েছিলাম। কিন্তু চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা হাল ছাড়েননি। আমাকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করেছেন। তাই জীবন ফিরে পেলাম।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়