Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৯ ১৪২৮ ||  ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

মাথা ১৮০ ডিগ্রি ঘোরাতে পারেন তিনি (ভিডিও)

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৯ জুন ২০২১   আপডেট: ১১:৫২, ৯ জুন ২০২১

দুই হাত দিয়ে মাথা ধরে তা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছেন এক যুবক। প্রথম দেখাতে মনে হবে এটি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য। কিন্তু না! বাস্তবেই এমন করছেন তিনি।

এরকম একটি ভিডিও প্রকাশ পেয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে। নিজের টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন এক যুবক। এতে দেখা যায়, মাঝরাস্তার দাঁড়িয়ে ওই যুবক হাত দিয়ে নিজেই নিজের মাথা ঘুরিয়ে দিচ্ছেন। ভিডিওটিতেই শোনা যাচ্ছে, অনেকে বিস্ময় প্রকাশ করছেন। তিনি এটি কীভাবে করলেন তা জানতে চাইছেন কেউ কেউ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে কৌতূহল জাগিয়েছে। কারণ সাধারণত মানুষ তার ঘাড় কোনোভাবেই ১৮০ ডিগ্রি ঘোরাতে পারার কথা নয়। কিন্তু এই যুবক কীভাবে এটি সম্ভব করলেন তা নিয়ে চলছে নানা আলোচনা।

যদিও যুবকটির এই কাণ্ড প্রসঙ্গে এক বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘বিশ্বে খুব কম মানুষেরই এই গুণ রয়েছে। হাইপারমোবাইল জয়েন্টস বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য অনেকেই এটি করতে পারেন।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়