ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোদের তাপ থেকে বাঁচতে বরযাত্রীদের অভিনব উপায়

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৩০ এপ্রিল ২০২২   আপডেট: ১৪:১৮, ৩০ এপ্রিল ২০২২
রোদের তাপ থেকে বাঁচতে বরযাত্রীদের অভিনব উপায়

গ্রীষ্মের গরমে প্রাণ যেন ওষ্ঠাগত। রোদের তাপে বাহিরে বের হওয়া দায়। তবে তাই বলে কি বিয়ে থেমে থাকবে! বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরযাত্রীরা বের করেছেন অভিনব কায়দা।

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রখর রোদের মধ্যে রাস্তা দিয়ে হাঁটছেন বরযাত্রীরা। আর তাদের মাথার উপরে হলুদ রঙের শামিয়ানা। তবে প্রয়োজনে সেটি সামনে-পেছনে আগানো যায়। মূলত রোদের আঁচ থেকে বাঁচতেই  এই ব্যবস্থা। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর এটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।

জানা গেছে, ঘটনাটি ভারতের। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এই কারণেই ভারতকে বলা হয় ‘জুগাড়’ (উদ্ভাবনের) দেশ। তাপপ্রবাহ থেকে বাঁচতে বরযাত্রীরা বের করেছেন এই সমাধান।’ অপর একজন লিখেছেন, ‘আমরাই জুগাড়ের রাজা।’ তবে কেউ কেউ বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘এটা বেশ ঝুঁকিপূর্ণ। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা হয়েছে।’

/মারুফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়