ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

তার শরীর যেন ট্যাটু আঁকা দেয়াল

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৩ আগস্ট ২০২৪   আপডেট: ১০:২৮, ২৩ আগস্ট ২০২৪
তার শরীর যেন ট্যাটু আঁকা দেয়াল

ছবি: সংগৃহীত

প্রেমিক বা প্রেমিকার নাম নয় বরং দেশপ্রেমিক সৈনিকদের নাম নিজের শরীরে ট্যাটু করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম অভিষেক গৌতম। তিনি ভারতের উত্তর প্রদেশের হাপুরের অধিবাসী। তার প্রায় পুরো শরীর জুড়ে ট্যাটু আঁকা রয়েছে। ট্যাটুতে স্থান পেয়েছে মোট ৬৩১ টি নাম। কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের নামের পাশাপাশি অভিষেকের শরীরে রয়েছে মহাত্মা গান্ধী, রানী লক্ষ্মীবাঈ এবং জগৎ সিং-য়ের নামের ট্যাটুও। 

অভিষেক গৌতম-এই ট্যাটু এঁকে লিভিং ওয়াল মেমোরিয়াল খেতাব পেয়েছেন। তার নাম স্থান পেয়েছে ইন্ডিয়া বুক অব রেবর্ডস-এ।

৩১ বছর বয়সী অভিষেকের সৈনিকদের প্রতি এই অনুরাগের জন্ম হয়েছিল লাদাখ ভ্রমণের মাধ্যমে। লাদাখে যে অঞ্চলে কার্গিল যুদ্ধ হয়েছিল সেখানে বেড়াতে গিয়েছিলেন অভিষেক। অভিষেক বলেন, লাদাখ যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একদল আমার এক বন্ধুকে বাঁচিয়েছিলেন। শুধু তাই নয় ভ্রমণের সময় সৈন্যরা আমাদের নিরাপদ বোধ করান। এরপরে থেকেই আমি তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি অনন্য উপায় চিন্তা করছিলাম।

কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের নিয়ে গবেষণা শুরু করেন অভিষেক। তারপর নাম নির্বাচন করেন। এতোগুলো নাম ট্যাটু করার আগে অভিষেকের স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য জানা দরকার ছিল। চিকিৎসকের পরামর্শও গ্রহণ করেন অভিষেক। এরপর কার্গিলে কর্মরত অবস্থায় নিহত ৫৫৯জন সৈন্যের নাম ট্যাটু করেন। শুধু তাই না একটা স্মারক স্তম্ভ ট্যাটুতে ফুটিয়ে তোলা হয় তার শরীরে।

এই ট্যাটু করার মাধ্যমে তিনি আরেকটি বার্তা দিতে চেয়েছেন তা হলো, প্রকৃত দেশপ্রেমিকদের প্রতি ভালোবাসা দেখানো। 

উল্লেখ্য, ১৯৯৯ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়। ১৯৯৯ সাযলের জুলাই মাসে পাকিস্তান বাহিনী যুদ্ধে পরাজিত হয়। প্রায় ৬ মাস ব্যাপী এই যুদ্ধে ভারতের ৫৫০ জন সৈনিকের মৃত্যু হয়। ওই যুদ্ধে পাকিস্থানি প্রায় ৭০০ সৈনিক। 

/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়