ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক মাসের বাচ্চা স্পিকারের চেয়ারে!

হাকিম মাহি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক মাসের বাচ্চা স্পিকারের চেয়ারে!

হাকিম মাহি :  সচরাচর দেখা যায়, কোনো দেশের পার্লামেন্টে ভিভিআইপি হিসেবে আমন্ত্রণ পান কোনো বিশেষ বা সম্মানিত ব্যক্তিত্ব।

কিন্তু সম্প্রতি নিউজিল্যান্ডে সম্পূর্ণ ব্যতিক্রম ঘটনা ঘটেছে। সেখানে আমন্ত্রিত হয়েছে এক মাসের একটি শিশু। তাও আবার স্পিকারের সাথে ‘ভাগাভাগি’ করে বসেছে তার চেয়ারে। এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

ছবিতে দেখা যাচ্ছে, পার্লামেন্টে অধিবেশন চলাকালীন স্পিকার ট্রেভর ম্যালার্ডের কোলে বাচ্চাটি ফিডারে মুখ লাগিয়ে মনের সুখে দুধ পান করছে। আর স্পিকার সতর্কভাবে বাচ্চার মুখে ফিডারটি ধরে রেখেছেন, যেনো দুধ পানে তার কোনো বিঘ্ন না ঘটে।

অন্য ছবিতে স্পিকারের কোলেই সানন্দে ঘুমের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে শিশুটি। ঘুমন্ত শিশুর মুখের দিকে পলকহীন দৃষ্টিতে চেয়ে আছেন তিনি। মনে হচ্ছে ভালোবাসার পরশ বুলানো মুখখানি তাকে মায়াজালে আবদ্ধ করে রেখেছে।

 

 

বাচ্চার মা টম কফি দেশের একজন আইন প্রণেতা। তিনি এসময় পার্লামেন্টে অধিবেশনে বক্তব্য রাখছিলেন। নিষ্পাপ হাসির জাদুতে একে একে অধিবেশনে যোগ দেয়া প্রায় সবার কোলকেই জয় করেন ফুটফুটে বাচ্চাটি। যেনো ভালোবাসার সৌরভ ছড়িয়েছে সে।

স্পিকার ট্রেভর ম্যালার্ড এক টুইট বার্তায় শিশুটিকে লক্ষ্য করে বলেন, ‘সাধারণত স্পিকারের চেয়ারটি অধিবেশনের সভাপতির একার জন্য বরাদ্দ থাকে। কিন্তু আজ আমার সাথে একজন ভিআইপি চেয়ারটি ভাগাভাগি করে নিয়েছেন।’

 

 

স্পিকারের টুইটে একজন কমেন্ট করে বলেন, ‘প্রতিটি কর্মস্থলে এমন পরিবার সুলভ পরিবেশ হওয়া কাম্য। এমনটি সবসময় চাই।’

অন্য একজন কমেন্টে বলেন, ‘নিউজিল্যান্ড আয়তনের দিক থেকে ছোট্র রাষ্ট্র হতে পারে। কিন্তু এর থেকে বিশ্ববাসীর জন্য অনেককিছু শেখার রয়েছে।’

পার্লামেন্টের অপর এক সদস্য গ্যারেথ হিউজেস বাচ্চার সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করে বলেন, ‘ভালোবাসায় টইটুম্বুর বাচ্চাটি কতই না সুন্দর!’

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়