ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিখ্যাতদের মজার উক্তি

খালেদ সাইফুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিখ্যাতদের মজার উক্তি

বিখ্যাত ব্যক্তিরা শুধু কাজেই বিখ্যাত নন। তারা পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন দিক নির্দেশনা। তাদের কথাগুলো সবসময় জ্ঞানগর্ভ এবং গাম্ভীর্যপূর্ণ ছিলো না। বরং তারা অনেক সময় মজার ছলে, হাস্য রসাত্মক অনেক কথা বলেছেন যেগুলোর তাৎপর্য রয়েছে। সেসব কথায় একইসঙ্গে রয়েছে তীব্র রসবোধ, অন্যদিকে রয়েছে গভীর জীবনবোধ ও পথনির্দেশনা। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, শিক্ষকসহ ভিন্ন জগতের বিখ্যাত মানুষের কিছু মজার উক্তি রয়েছে যা আজও সমান জনপ্রিয়।

পদার্থবিদ আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের জন্য বিখ্যাত। কিন্তু এই তত্ত্ব অনেকেই সহজে বুঝতে পারতেন না। তিনি তাদের সহজে বোঝানোর জন্য একটি উদাহরণ দিতেন। তিনি বলতেন, ‘আপনি যদি আগুনের উপর ১ মিনিট হাত রাখেন তবে তা আপনার কাছে ১ ঘণ্টার সমান মনে হবে, অন্যদিকে আপনি যদি একজন সুন্দরী নারীর পাশে ১ ঘণ্টা বসে থাকেন তবে তা আপনার কাছে ১ মিনিটের সমান মনে হবে।’ এছাড়াও আইনস্টাইনের আরও কিছু মজার উক্তি রয়েছে। তিনি বলেছেন, ‘মূর্খতা এবং জ্ঞানের মধ্যে পার্থক্য হলো জ্ঞানের সীমা আছে কিন্তু মূর্খতার নেই।’ তিনি আরো বলেছেন, ‘একজন ব্যক্তি চুমু খাওয়া অবস্থায় নিরাপদে গাড়ি চালাচ্ছে, এর মানে সে চুমুর প্রতি সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে না।’ অথবা তার এই উক্তিও মানুষ এখনও মনে রেখেছে: ‘মহাকর্ষ মানুষের প্রেমে পড়ার জন্য দায়ী নয়।’

দুইবারের ব্রিটিশ প্রধানমন্ত্রী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধজয়ী প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল মজা করে বলেছেন, ‘একটি ভালো ভাষণ হওয়া উচিত নারীর স্কার্ট-এর মত। যা আবৃত করার জন্য যথেষ্ট লম্বা এবং মানুষের আগ্রহ ধরে রাখার মত যথেষ্ট ছোট।’ তিনি রসিকতা করে বলেছেন, ‘যদি তুমি নরকের মধ্য দিয়ে অতিক্রম করতে থাক, তবে চলতে থাক।’

আমেরিকার স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃত ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি একাধারে ছিলেন রাজনীতিক, কূটনীতিক, সমাজসংস্কারক, বিজ্ঞানী, উদ্ভাবক, লেখক ও প্রকাশক। ফ্রাঙ্কলিন যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করতে চাইতেন না। তিনি মজা করে বলেছেন, ‘মদ হলো এমন অকাট্য সত্য যে, যার মাধ্যমে প্রমাণিত হয় ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমাদের সুখী দেখতে পছন্দ করেন।’

বিজ্ঞানী টমাস আলভা এডিসনকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। যে বিদ্যুতের আলোর কল্যাণে সভ্যতার অগ্রযাত্রা- সেই বিদ্যুৎ তারই আবিষ্কার। এমন অসংখ্য আবিষ্কার রয়েছে এই বিজ্ঞানীর। এডিসন বলেছেন, ‘অধিকাংশ মানুষই সুযোগ হারিয়ে ফেলে, কারণ তা সবকিছু দিয়ে আবৃত থাকে এবং তাকে কাজ মনে হয়।’

মার্কিন কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, ‘৮ ঘণ্টা বিশ্বস্ততার সাথে কাজ করে তুমি যখন বস হবে তখন তোমাকে ১২ ঘণ্টা কাজ করতে হবে।’ রসিকতা করে ফ্রস্ট আরো বলেছেন, ‘মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন।’

মার্গারেট মেড ছিলেন বিখ্যাত নৃবিজ্ঞানী। সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে সম্পর্কের উপর তিনি কাজ করেছেন। মেড বলেছেন, ‘মনে রেখো তুমি অন্যদের থেকে অতুলনীয়, যেমনিভাবে তারাও।’ নেপলিয়ন বোনাপার্টকে কে না চেনে! ফরাসী এই দিগ্বিজয়ী শাসক ও সেনাপতির জীবন ছিল বৈচিত্রময় ও সাহসী যুদ্ধজয়ের নেশায় পরিপূর্ণ। নেপলিয়ন বলেছেন, ‘শত্রুর কাজে কখনো বাধা দিও না, যখন সে ভুল করে।’ অস্কার ওয়াইল্ড প্রখ্যাত আইরিশ কবি ও নাট্যকার। তিনি রসিকতা করে বলেছেন, ‘টাকা ধার নিতে হলে একজন হতাশাবাদী লোকের কাছ থেকে ধার নাও, সে কখনো তোমার কাছ থেকে টাকা ফেরত পাওয়ার আশা করবে না।’

দালাই লামা তিব্বতের আধ্যাত্মিক প্রধান। সেখানে শান্তিরক্ষায় অবদানের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। দালাই লামা বলেছেন, ‘যদি তুমি নিজেকে এত ছোট মনে কর যে, তুমি কোন ভিন্নতা তৈরী করতে পারো না, তবে মশার সাথে ঘুমানোর চেষ্টা কর।’ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন বিখ্যাত গেটিসবার্গ ভাষণের লেখক হিসেবে সুপরিচিত। লিংকন বলেছেন, ‘সফল মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মেধা কারো নেই।’

স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসো ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি ও নাট্যকার। চিত্রকর্মের জন্য তিনি সমধিক পরিচিত। পিকাসো রসিকতা করে বলেছেন, ‘আমি গরিব হতে চাই, শুধু প্রচুর টাকা নিয়ে।’ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। বিয়ের আগমুহূর্তে তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে ফিলিপ মাউন্টব্যাটেন নাম গ্রহণ করেন। ফিলিপ মজা করে বলেছিলেন, ‘কেউ তার বউয়ের জন্য গাড়ির দরজা খুললে বুঝতে হবে হয় গাড়ি নতুন, নয়তো বউ নতুন।’

 

ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়