ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্নেহময়ী মা

ফাতেমা খাতুন মুক্তা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্নেহময়ী মা

ছবি: সংগৃহীত

এ পৃথিবীতে অমূল্য একটি ডাক ‘মা’

নাড়ি থেকে উঠে আসা মধুময় উচ্চারণ।

কতইনা অতুলনীয় একটি শব্দ ‘মা’।

যে শব্দের সাথে অন্য কোনো শব্দের তুলনাই হয় না,

যেভাবেই মাকে ডেকে যাইনা কেন

যে ডাকে কখনো মনের তৃপ্তি মেটে না,

মাকে নিয়ে লেখা গল্প কবিতাগুলোর

কখনো সমাপ্তি হয় না।

মাকে নিয়ে বলা কথামালা

কখনো ফুরিয়ে যায় না।

কত কবিতা, কত গল্প উপন্যাস মাকে নিয়ে

যুগ যুগ ধরে হয়েছে রচনা,

টুকরো টুকরো অনুভূতিতে মাকে নিয়ে

সাজানো হয়েছে কত হাজারো উপমা,

গ্রন্থায়িত হয়েছে হাজারো গ্রন্থরাশি

কত মনগড়া ছন্দের মনভুলানো বাহানা,

মাতৃগর্ভ থেকে বেড়ে উঠার প্রতিটিক্ষণ

মৃত্যুর পূর্ব পর্যন্ত আগলে থাকা মাতৃস্নেহ

সম্পূর্ণ লিপিবদ্ধ করা

সে সময় আমার যে মোটেই জুটে না।

মায়ের যত্ন, মায়ের আদর মায়ের সুশ্রী অবয়ব

সব মনের মণিকোঠায় অতি যত্নে লালন

কত কঠিন,

দিন মাস বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে

মাকে মনে করার জন্যে ধার্য করেছি মোটে একটি দিন,

এটিই কি যথেষ্ট?

এই একটি দিনেই যেন ঘুচিয়ে দিব মায়ের সব ঋণ,

মায়ের জন্য একটি দিন সাজিয়ে যাই কতটা বুদ্ধিমত্তার সাথে,

বাহবা নিব ফেসবুকে পোস্ট করা ছবিতে,

আহা কি দারুণ মনোভাব তাই না,

মায়ের স্নেহভরা মায়ামমতা,

মোছে দিয়েছি শতকষ্ট বঞ্চনা,

যদি তিল তিল করে জমিয়ে রেখে দিতাম

ঝড়ঝঞ্জায় সন্তানকে আগলে রাখার পুরোক্ষণ

মায়ের পদতলে নিজেকে সঁপে দিতে পারতাম

কাটানো পুরো দিনযাপন।

তবে হয়তো মাকে নিয়ে অন্তত

একটি পূর্ণাঙ্গ গল্প কবিতা আমি ঠিক লিখে ফেলতাম

মাতৃপ্রেমী পাঠকদের জন্য।

তবে হয়তো মা কোনো একদিন

আমি বিন্দু বিন্দু করে সঞ্চিত তোমার স্নেহমমতা একত্র করে

অন্তত একটি পূর্ণাঙ্গ গ্রন্থ তোমাকে লিখে হবো ধন্য।

 


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়