ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিরাফের ঘরে নতুন অতিথি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ৬ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
জিরাফের ঘরে নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৬ জুন : ঢাকা চিড়িয়াখানায় জিরাফ ক্লিওপেট্রার পরিবারে নতুন অতিথি এসেছে।  বুধবার বিকেলে একটি জিরাফ শাবকের জন্ম হয়। এশিয়ার কোনো চিড়িয়াখানায় জিরাফের বাচ্চা জন্ম  দেওয়ার ঘটনা এই প্রথম। ওয়ার্ল্ড ‘জু’ অ্যাসোসিয়েশনের জন্য এটি দ্বিতীয় ঘটনা।

নতুন অতিথির আগমনে পুরো চিড়িয়াখানায় বিরাজ করছে খুশির আমেজ। বাচ্চাকে কাছে  পেয়ে মা জিরাফের আচরণ একেবারে বদলে গেছে।  মা জিরাফ মেতে আছে  আনন্দ-ফুর্তিতে ।

সন্ধ্যা  সোয়া ৭টায় দীর্ঘ  দেড় ঘণ্টা  চেষ্টার পর দাঁড়াতে সক্ষম হয় সদ্যভূমিষ্ঠ জিরাফটি। সন্ধ্যায়  দেখা যায়, শেডের এক প্রান্ত  থেকে আরেক প্রান্তে  ছোটাছুটি করছে। নানা ভঙ্গিমায় নিজের আগমনকে জানান দিচ্ছে জিরাফ শাবক। এমনকি রাত ৮টার দিকে  শেডের  ভেতর অভিজাত ভঙ্গিমায় চলাফেরা করতে দেখা যায় মা ও বাচ্চাকে।

বাচ্চা ও মা জিরাফের সখ্য, মাখামাখি ও আনন্দনাচন  দেখে  বেজায় খুশি চিড়িয়াখানার কর্তাব্যক্তিরা। ঢাকা চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. মাকসুদুল  হোসেন হাওলাদার বলেন, ১৫ মাস গর্ভধারণের পর বাচ্চার জন্ম হয়। চিড়িয়াখানায় আবদ্ধ অবস্থায় জিরাফের বাচ্চার জন্ম  দেওয়া একেবারেই বিরল ঘটনা। প্রাণিজগতের ইতিহাসে স্থান করে নিল ঢাকা চিড়িয়াখানা। এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ বি এম শহিদুল্লাহ বলেন, ঢাকা চিড়িয়াখানা এখন প্রাণিসম্পদ রক্ষায় পারদর্শী।

তিন আরোও বলেন, মা জিরাফ চিড়িয়াখানার ঘনসবুজ ঘাসে পাতা সিংহাসনে সুস্থ আছে। স্বাভাবিক খাবারও মনভরে খাচ্ছে। সদ্যোজাত বাচ্চাটি দেখতে  বেশ স্মার্ট, সুন্দর, নাদুসনুদুস, স্বাস্থ্যবান। অচেনা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে  নেওয়ার  চেষ্টা করছে।

ভিআইপি অতিথি জিরাফ বাচ্চার খাদ্য তালিকায় আপাতত রয়েছে মায়ের দুধ। ২১ দিন পার হলে  দেওয়া হবে পুষ্টিযুক্ত খাদ্য। জিরাফের খাবারের মধ্যে রয়েছে  মধ্যে রয়েছে গমের ভুসি, সয়াবিন  কেক, ভাঙা  ছোলা, গাছের পাতা এবং সবুজ ঘাস।

রাইজিংবিডি/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়