ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পলিয়ার ওয়াহিদ-এর কবিতা ‘বারটি বিসর্গ গাছ’

শিল্প-সাহিত্য ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৩ জানুয়ারি ২০২২   আপডেট: ২০:৩৪, ৫ জানুয়ারি ২০২২
পলিয়ার ওয়াহিদ-এর কবিতা ‘বারটি বিসর্গ গাছ’

বারটি বিসর্গ গাছ

❑ দুঃখ হচ্ছে গুদামঘর আর সুখ শোরুম

❑ যার যত সুখের নেশা তার দুঃখ তত উলঙ্গ

❑ দুঃখ যার কাছে বিলাসিতা সে জেনে গেছে সুখের মর্ম

❑ মানুষ সুখ ভালোবাসে কারণ সে নিজেকে দুঃখী মনে করে

❑ সুখের ভাব প্রকাশও দুঃখ গোপনের লক্ষণ

❑ যারা খুব সুখী তারা জানে না সুখ আসলে কী?

❑ সুখ আসলে পাবার জিনিস নয়, না পাওয়া স্বপ্ন

❑ দুঃখ অবশ্যই পাবার বিষয়, অনুভবের নয়

❑ দুঃখের ভাগ নিতে হয় আর সুখের ভাগ দিতে হয়

❑ সুখের কাছে যাওয়া মানে দুঃখের সঙ্গে বিচ্ছেদ!

❑ সুখী হবার পূর্বশর্ত দুঃখে থাকা

❑ সব দুঃখ অভিজ্ঞতার কিন্তু সব সুখ শিক্ষার নয়

❑ সুখ এবং দুঃখ জমজ ভাইবোন; একজন হাসলে অন্যজন কাঁদে।

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়