ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রকাশিত হলো অঞ্জন আচার্যের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘চক্রব্যূহ’

সাতসতের ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২
প্রকাশিত হলো অঞ্জন আচার্যের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘চক্রব্যূহ’

অমর একুশে গ্রন্থমেলা সামনে রেখে প্রকাশিত হয়েছে কবি ও গল্পকার অঞ্জন আচার্যের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘চক্রব্যূহ’।

বিদ্যাপ্রকাশের প্রকাশক মজিবর রহমান খোকা বলেন, ‘অঞ্জন আচার্যের প্রতিটি গল্পই ভিন্নধর্মী। গল্পগুলো কিছু মানুষের। কিছু মুখেরও বলা যায়। এই মুখগুলো আবার আমাদের খুব চেনাজানা মানুষেরও। বইটিতে ১৬টি গল্প আছে, অথচ কোনো গল্পের বিষয়বস্তুর সঙ্গে নেই অন্য গল্পের সাদৃশ্য। গল্পগুলোর শরীরে কোথাও কোনো খামতি নেই, বাহুল্যও নেই। যদি প্রশ্ন করা হয়, কী আছে এ গল্পগুলোতে? একবাক্যে বলতে হয়— ‘ষড়রিপুর খেলা’। 

লেখক অঞ্জন আচার্য বলেন, “মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের সমীকরণই প্রতিটি গল্পের বিষয়বস্তু। কখনো সরলতায়, কখনো জটিলতায়, কখনো-বা পঙ্কিলতায় ভরা সম্পর্কের অলিগলিতে ঘোরার নিরন্তর চেষ্টা করেছি। গল্পে প্রেম এসেছে বেড়ালের নীরব পায়ে; বেদনা বেজেছে ক্রংক্রিটে কাঁসার থালার মতো। মনের গোপন স্তরে টর্চের আলো ফেলে দেখতে চেয়েছি, ওখানে রক্ত-মাংসের বাইরেও আরও কিছু আছে কি না! গল্পের চরিত্ররা সব সময় নায়ক হয়েছে, এমনটা নয়। কোনো কোনো গল্পের পটভূমিই নায়ক।”

বইটি প্রকাশ করছে বিদ্যাপ্রকাশ। ধ্রুব এষের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। 

বইটি পাওয়া যাচ্ছে বাংলাবাজারের বিদ্যাপ্রকাশ-এর নিজস্ব শো-রুমে এবং অনলাইন বুকশপগুলোতে। এর আগে ২০১৭ সালে লেখকের প্রথম গল্পগ্রন্থ ‘ঊনমানুষের গল্প’ প্রকাশিত হয়েছিল। 

/তারা/ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়