ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডেঙ্গু রোগী কমছে : স্বাস্থ্যমন্ত্রী 

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু রোগী কমছে : স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এ সব তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় (১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২০০ জন, যা আগের দিন ছিল ২০৯৩ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালে মোট ভর্তিকৃত রোগী ৭ হাজার ৫৪৭ জন, যা আগের দিন ছিল ৮০০৬ জন। 

তিনি জানান, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৪০ জনের। 

রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতাল পরিদর্শন করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে যেভাবে ডেঙ্গু রোগী ভর্তি কমে যাচ্ছে, তার বড় কৃতিত্ব সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি। পাশাপাশি ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। 

মন্ত্রী সকাল সাড়ে ১০টায় কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে ডেঙ্গু সেলে থাকা রোগীর সঙ্গে বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন। 

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ মন্ত্রীর সঙ্গে ছিলেন। 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৯/সাওন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়