ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে।’

বুধবার রাজধানীর তেজগাঁওস্থ কেন্দ্রীয় ঔষাধাগারে দেশের ৮৮টি উপজেলায় ১০৩টি অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত আগামী পাঁচ বছরে স্বর্ণযুগে প্রবেশ করবে। সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যেভাবে দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে একইভাবে আগামীতে প্রচুর সংখ্যক চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি নিয়োগ দিয়ে হাসপাতালে সেবার মান বহুগুণ বৃদ্ধি করে এবং সেবায় মানুষের ব্যয় কমিয়ে দেশের স্বাস্থ্যখাতকে ইতিহাসের স্বর্ণযুগে নিয়ে যাওয়া হবে।’

অ্যাম্বুলেন্স বিতরণের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, “বর্তমান সরকার দেশের মানুষের সেবায় ব্রত নিয়ে কাজ করছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্সগুলো চিকিৎসাক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে।

‘ইতোমধ্যে দেশের ক্যান্সার হাসপাতালের শয্যাসংখ্যা ২০০টি থেকে ৫০০টিতে উন্নীত করা হয়েছে। দেশের সকল হাসপাতাল শয্যাসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি-সহ ৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

 

ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়