ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

'স্বাস্থ্যখাতের উন্নয়নে বেশ কিছু নতুন পদক্ষেপ নেয়া হবে'

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'স্বাস্থ্যখাতের উন্নয়নে  বেশ কিছু নতুন পদক্ষেপ নেয়া হবে'

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'স্বাস্থ্যখাতের উন্নয়নে  বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে’

বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর একং যুক্তরাষ্ট্র অ্যাম্বেসির মিশেল অ্যাভেলম্যান, মাইকেল ফ্রিডম্যান এবং জার্সিস সিধুয়া এসময় উপস্থিত ছিলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা যায় না। আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে সোনালী যুগে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা আরো বেশি প্রয়োজন। উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরো কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে ফলপ্রসু প্রাথমিক আলোচনা হয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুতই স্বাস্থ্যখাতের দৃশ্যমান অগ্রগতি মানুষের দৃষ্টিগোচর হবে।’

 

ঢাকা/আসাদ/সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়