ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা পরীক্ষায় আরও ১৭ ল্যাব হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা পরীক্ষায় আরও ১৭ ল্যাব হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সারাদেশে ১৭টি নতুন ল্যাব স্থাপন করা হবে।’

সোমবার (৩০ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা টেকনিশিয়ান ও স্যাম্পল কালেকশনকারীদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কাজেই পরীক্ষার পরিধি আরও বেড়েছে।’ তিনি বলেন, ‘দেশের বিভিন্ন হাসপাতালে ২০০টি নতুন আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে; যার মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধাও রয়েছে।’

দেশ ভালো আছে, নিরাপদে আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আশা করছি, এ বিরাট সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’ তিনি আরও বলেন, ‘কাজ যা হয়েছে, তুলনামূলকভাবে ভালো হয়েছে। আগামীতে আরও ভালো হবে।’

কোথাও কোনো অসুবিধা হলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টারে জানানোর অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সূত্র: বাসস


/এনই/

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়