ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএসএমএমইউ'র বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউ'র বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত

করোনা পরিস্থিতিতে সরকারঘোষিত ছুটির সময়েও রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সকল বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

এখন থেকে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতোই বিএসএমএমইউ'র বহির্বিভাগ খোলা থাকবে ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান শনিবার এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এদিকে বিএসএমএমইউ'র সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, এখানে ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯০ জন শনিবার চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে ২১ জন রোগীর করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এ নিয়ে আজ ৪ এপ্রিল পর্যন্ত ৪৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলো। পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে পাঠানো নমুনাও পরীক্ষা করা হচ্ছে।


ঢাকা/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়