ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা পরীক্ষা করা যাবে যে ১৭ হাসপাতাল-ল্যাবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা পরীক্ষা করা যাবে যে ১৭ হাসপাতাল-ল্যাবে

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার আইইডিসিআর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন। এ ভাইরাসে মারা গেছেন তিনজন। এ খবরে দেশবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস শনাক্তের জন্য ঢাকাসহ দেশের ১৭টি জায়গায় পরীক্ষা করা হচ্ছে। করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকলে নিকটস্থ পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করলে পরীক্ষা করানো যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট), আইসিডিডিআরবি, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (সিএইচআরএফ), আইডিইএসএইচআই (আইদেশী), ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন, ঢাকা মেডিক্যাল কলেজ, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের পরীক্ষা ব্যবস্থা রয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, রংপুর মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, বরিশালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

করোনা পরীক্ষাগারে যোগাযোগের মাধ্যম :

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনার লক্ষণ থাকলে ১৬২৬৩, ৩৩৩ অথবা আইইডিআরের হটলাইনে যোগাযোগ করলে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া, হাসপাতালগুলোর আউটডোরে আসলে চিকিৎসকরা করোনা করোনা পরীক্ষার জন্য পরামর্শ দিলে নমুনা সংগ্রহ করা হবে।

এছাড়া, করোনার লক্ষণ থাকলে পরীক্ষাকেন্দ্রগুলোর নাম্বারগুলোতেও যোগাযোগ করা যাবে-

আইইডিসিআর: 02-9898796, জনস্বাস্থ্য ইনস্টিটিউট : 02-8821361, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস : 031-2780426, সিএইচআরএফ :  02-48110117, আইসিডিডিআর'বি:09666-771100,  আইডিইএসএইচআই (আইদেশী): 01793-163304, ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন: 02-9139817,রংপুর মেডিক্যাল কলেজ: 0521-63388, রাজশাহী মেডিক্যাল কলেজ: 0721-772150, ঢাকা মেডিক্যাল কলেজ: 02-55165088, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ: 091-66063, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল: 0821-713667, খুলনা মেডিক্যাল কলেজ: 041-760350 শেরে বাংলা মেডিক্যাল কলেজ: 0431-2173547, কক্সবাজার মেডিক্যাল কলেজ: 01821-431144, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি: 01769-016616, বিএসএমএমইউ : 01866-637482।

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়