ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএসএমএমইউতে ২৮ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউতে ২৮ জনের নমুনা সংগ্রহ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯৩ জন রোগী সোমবার (০৬ এপ্রিল) সেবা নিয়েছেন।

এরমধ্যে ২৮ জন রোগীর করোনাভাইরাস পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত এ সংক্রান্‌ত ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

বিএসএমএমইউ সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার বলেন, করোনাভাইরাস বিষয়ে আজ পর্যন্ত ৯৫ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হলো।  পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে পাঠানো স্যাম্পলগুলোও পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া, জরুরি বিভাগগুলোতে চিকিৎসাসেবা দেওয়া, হেল্প লাইনে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে।


ঢাকা/সাওন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়