ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগের দাবি

কোভিড-১৯ মোকাবেলায় গ্রাজুয়েট চিকিৎসক এবং নার্সদের পাশাপাশি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও কর্মসংস্থান বাস্তবায়ন পরিষদ।

মঙ্গলবার বিকেলে সংগঠনের সদস্য সচিব তরিকুল ইসলাম বলেন, গ্রামের মানুষের চিকিৎসা সেবার প্রথম প্রাপ্তিটা শুরু হয় ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু দুঃখের বিষয় নিয়োগ বন্ধ থাকায় ৩ হাজারের অধিক শূণ্য পদ পড়ে আছে। বর্তমানে যেসব উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত আছেন, তাদের মধ্যে ৩০ জনের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গিয়ে কোভিড ১৯ পজিটিভ হয়েছে।

সামনের দিকে এই মহামারি আরো ভয়াবহ হলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য খাতের কান্ডারীদের অনুপস্থিতিতে গ্রামের মানুষ তাদের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে। এজন্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে দ্রুত নিয়োগ দেওয়া দরকার।


ঢাকা/নূর /সাওন/সাজেদ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়