ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আইইডিসিআরকে ২৫ হাজার কিট দিলো জ্বালানি মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আইইডিসিআরকে ২৫ হাজার কিট দিলো জ্বালানি মন্ত্রণালয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) করোনাভাইরাস শনাক্তের ২৫ হাজার কিট হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৭ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ১৪ মে (বৃহস্পতিবার) এসব কিট হস্তান্তর করা হয়।  আইইডিসিআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. শারমিন সুলতানা কিটগুলো গ্রহণ করেছেন।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ফ্রন্টলাইনে যারা সেবা দিচ্ছেন এমন সদস্য ডাক্তার, নার্স, পুলিশকে সারাদেশে ৪০ হাজার পার্সোনাল প্রকেটশন ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশের জনগণকে এধরনের আরও সহযোগিতা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়