RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২১ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৬ ১৪২৭ ||  ০৪ রবিউল আউয়াল ১৪৪২

করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত জনসংযোগ কর্মকর্তা অপু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত জনসংযোগ কর্মকর্তা অপু

নভেল করোনাভাইরাস এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তবে তিনি হাসপাতালে ভতি না হয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (২১) দুপুরে মোবাইল ফোনে অপু রাইজিংবিডিকে জানান, তিনি ডেঙ্গুতে আক্রান্ত। সঙ্গে জ্বর, ঠান্ডা, কাশিও আছে।

সন্ধ্যায় অপু নিজের ফেসবুকের আইডি থেকে পোস্ট দিয়ে জানিয়েছেন, তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। তিনি তার জন্য দোয়া চেয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবং মানুষকে সচেতন করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের   জননিরাপত্তা বিভাগ ‘সমন্বয় সেল’ গঠন করেছে। সেই সেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন শরীফ মাহমুদ অপু।

 

ঢাকা/মাকসুদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়