ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা চিকিৎসায় ১৩ হাসপাতালে রেমডেসিভির সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা চিকিৎসায় ১৩ হাসপাতালে রেমডেসিভির সরবরাহ শুরু

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় কার্যকর ওষুধ রেমডেসিভির বাজারজাত করার অনুমতি পেয়েছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর রোববার (২৪ মে)  ১৩টি হাসপাতালে ওষুধটি সরবরাহ করা হয়েছে। ‘রেমিভির’ বাণিজ্যিক নামে ওষুধটি দেশে উৎপাদন করছে এসকেএফ।

রোববার (২৪ মে) গনণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘রেমিভির’ বাণিজ্যিক নামে ওষুধটি দেশে উৎপাদন করছে এসকেএফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটির জেনেরিক নাম রেমডেসিভির, এসকেএফের উৎপাদিত ওষুধের নাম রেমিভির।  রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তর এসকেএফকে অনুমোদন দেয়।  অনুমতি পাওয়ার পর এসকেএফ দেশের ১৩টি হাসপাতালে ওষুধ সরবরাহ করেছে।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন জানান, বাংলাদেশের মানুষকে করোনা মহামারি থেকে সুরক্ষা দিতে চায় এসকেএফ।  এর চিকিৎসা যেন সহজলভ্য হয়, সে জন্য এসকেএফ কাজ করছে। রেমডেসিভির জাতীয় ওষুধ রেমিভির তৈরির পেছনেও সেই একই লক্ষ্যে কাজ করেছে।

 

মামুন/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়