ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনাযুদ্ধে জয়ী হতে যা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনাযুদ্ধে জয়ী হতে যা প্রয়োজন

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, করোনাযুদ্ধে জয়ী হতে প্রয়োজন সবার সহযোগিতা, সচেতনতা এবং সতর্কতা।

সোমবার (২৫ মে ) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ কথা  বলেন তিনি।

নাসিমা সুলতানা বলেন, ‘করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবন। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমাদের চিরকালীন ঈদ উৎসবের আমেজ ঢাকা পড়েছে স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে। ধর্ম-গোত্র নির্বিশেষে সকলের প্রার্থনা করোনামুক্ত বিশ্বের জন্য।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে অবশ্যই আমাদের জয়ী হতে হবে। তবে তার জন্য দরকার সকলের সহযোগিতা, সচেতনতা এবং সতর্কতা। এ যুদ্ধে কেউ একা না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের প্রতিটি মন্ত্রণালয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এছাড়া, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবীবৃন্দ সরকারের সাথে করোনা মোকাবিলায় নিরলসভাবে কাজ করছেন এবং সহযোগিতা করছেন।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫০১ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে।


ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়