ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিশ হাসপাতালে আরও ২ রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পুলিশ হাসপাতালে আরও ২ রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনায় আক্রান্ত দুই পুলিশ সদস্যকে প্লাজমা থেরাপি দিয়েছেন চিকিৎসকরা।  প্লাজমা দেওয়ার পর ওই দুজনের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান।

এর আগে গত ১৮ মে দুজনকে লাজমা থেরাপি দেওয়া হলেও অন্য অসুখের কারণে মারা যান বলে জানায় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা. মনোয়ার হাসানাত খান জানান, দ্বিতীয় বারের মতো সম্প্রতি আরো দুজনকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।  তাদের অবস্থা উন্নতির দিকে। ভেন্টিলেটর ছাড়াই তারা শ্বাস নিতে পারছে।

তিনি বলেন, প্রথম দুজন আগে থেকেই কার্ডিয়াক ও পেডিয়াট্রিকের মতো অন্যান্য কঠিন সব রোগে ভুগছিলেন।  এ কারণে তাদের বাঁচানো যায়নি। তবে প্লাজমা থেরাপিতে আমরা সাফল্য পেয়েছি। এ চিকিৎসা ব্যবস্থা চলমান থাকবে।

জানা গেছে, পুলিশ হাসপাতালে প্লাজমা থেরাপির মেশিন বসানো হয়েছে।  ঝুঁকিপূর্ণ করোনা রোগীদের জন্য সুস্থ হওয়া পুলিশ সদস্যদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত চার হাজারেরও বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।  মৃত্যুবরণ করেছেন ১৪ জন।

 

নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়