Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৬ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২২ ১৪২৮ ||  ২৯ রবিউস সানি ১৪৪৩

করোনায় কোন বয়সের কত জন মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় কোন বয়সের কত জন মারা গেলেন

দেশে করোনায় আক্রান্ত হয়ে বয়সভিত্তিক মৃত্যুর তথ্য তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ( ২ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য  বুলেটিনে বলা হয়, দেশে এই পর্যন্ত এক হাজার ৯২৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ০ থেকে ১০ বছরের মধ্যে মারা গেছেন ১২ জন। ১১ থেকে ২০ বছরের মধ্যে মারা গেছেন ২২ জন।  ২১ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুর সংখ্যা ৬৭ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সীরা মারা গেছেন ১৪৬ জন।  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে মারা গেছে ২৮৫ জন।  ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার ২৯ দশমিক ০৮ শতাংশ।  সবচেয়ে বেশি মারা গেছে ষাটোর্দ্ধ বয়সীরা। তাদের মৃত্যুর সংখ্যা ৮৩৪ জন। 

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর ৪ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনে।

 

ঢাকা/মামুন/সাওন/এনই

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়