ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসায় ব্যাপক কর্মসূচি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসায় ব্যাপক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসায় সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে হাসপাতাল করার উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির নতুন সিটি স্ক্যান ও এমআরআই মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়নের ফলেই মানুষের গড় আয়ু এখন ৭২.৯ বছর হয়েছে। সব বিভাগীয় শহরে ক্যানসার ও কিডনির চিকিৎসা দেয়ার কাজ শুরু করা গেলে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়