ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রেল দুর্ঘটনা: নিটোরে বিনামূল‌্যে চিকিৎসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেল দুর্ঘটনা: নিটোরে বিনামূল‌্যে চিকিৎসার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনায় আহত হয়ে যারা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন, তাদের বিনামূল‌্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বুধবার দুপুরে আহতদের দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন বলে জানান নিটোর প্রশাসনিক কর্মকর্তা  মো. আব্দুস সালাম ভূঁইয়া।

তিনি রোগীদের আত্বীয়স্বজন ও রোগীর সাথে কথা বলে চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ্ এবং হাসপাতালের সিনিয়র অধ্যাপক ও অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালক  হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ও হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেন।

স্বাস্থ‌্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেল দুর্ঘটনায় আহত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।


ঢাকা/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়