ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

'চীনের ভ্যাকসিন প্রয়োগে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেবে সরকার'

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
'চীনের ভ্যাকসিন প্রয়োগে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেবে সরকার'

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক/ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কি-না, কিংবা হলেও তা কবে নাগাদ, সে ব্যাপারে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করেই সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, সরকার বিভিন্ন দেশের ভ্যাকসিনের কার্যকারিতার ওপরও চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে, সরকার সেরকম সিদ্ধান্তই নেবে।

বুধবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজ গতিশীল করতে নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে সরকার। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কি-না তা খতিয়ে দেখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (হাসপাতাল) বদলি করা হচ্ছে কি-না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান,
প্রধানমন্ত্রীর দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হবে। স্বাস্থ‌্য ব‌্যবস্থা যেন আরও ভালোভাব‌ে কাজ করে, এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হবে।
 

ঢাকা/আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়