ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাসপাতালে অভিযানে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৮, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১৬:৫৩, ২৯ আগস্ট ২০২০
হাসপাতালে অভিযানে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

আইনশৃঙ্খলা বাহিনীর দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করতে হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তা করতে হবে। 

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১  শাখার সিনিয়র সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর আলোচনা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, করোনা মহামারি প্রাদুর্ভাবের পর থেকে দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান পরিচালনা করছে। একটি হাসপাতালে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করায় তাদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এক ধরনের চাপা অসন্তোষ বিরাজ করছে।

এতে আরো বলা হয়, ভবিষ্যতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করার প্রয়োজনীয়তা দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে পরামর্শ করে তা করা যাবে।   

পরামর্শ ছাড়া দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালে এ ধরনের অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

ঢাকা/আসাদ/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়