ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিএমএইচকে হাজার পিস পিপিই দিলো এফআইসিসিআই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১৬:৫৩, ২৯ আগস্ট ২০২০
সিএমএইচকে হাজার পিস পিপিই দিলো এফআইসিসিআই

পিপিই হস্তান্তর করা হয়

কোভিড-১৯ সহায়তায় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স-কে (এফআইসিসিআই) এক হাজার আইসিইউ পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন।

সামনে থেকে সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য এফআইসিসিআই এরইমধ্যে পিপিইগুলো সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে।

এফআইসিসিআই’র পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর টিআইএম নুরুল কবির সিএমএইচের কমানডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল তওফিকুল হাসান সিদ্দিকির কাছে পিপিইগুলো হস্তান্তর করেন।

এফআইসিসিআই’র প্রেসিডেন্ট এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চেীধুরী বলেন, ‘আমরা মনে করি কোভিড-১৯ মোকাবিলায় সরকার ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের পাশে আমাদের দাড়াঁনো দরকার।’

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘এফআইসিসিআই এর উদ্যোগে যোগ দিয়ে কোভিড-১৯ মোকাবিলায় আরও কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’

ইয়ামিন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়