RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১০ রবিউল আউয়াল ১৪৪২

কোভিড তিন হাসপাতালে সাধারণ চিকিৎসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২০
কোভিড তিন হাসপাতালে সাধারণ চিকিৎসার নির্দেশ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোগো

কোভিড-১৯ ডেডিকেটেড তিনটি হাসপাতালের কার্যক্রম বাতিল করে সাধারণ রোগী সেবা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ নির্দেশ দেন।

নির্দেশনায় বলা হয়েছে- করোনাভাইরাস মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসার প্রয়োজনে ঢাকা মহানগর হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, বসুন্ধরা কোভিড হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসাবে কার্যক্রম পরিচালনার জন্য ডেডিকেটেড ঘোষণা করা হয়েছিল।

বর্তমানে এই তিনটি হাসপাতালে সাধারণ বেড এবং আইসিইউ বেডে কোনো রোগী না থাকায়, সংখ্যা একবারেই কমে যাওয়ায় হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসার প্রয়োজনে নন-কোভিড চিকিৎসা কার্যক্রম চালুর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঢাকা/সাওন/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়