ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবুল হাসনাতের হৃৎপিণ্ডে রিং পরানো হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১ অক্টোবর ২০২০   আপডেট: ২২:০৪, ১ অক্টোবর ২০২০
আবুল হাসনাতের হৃৎপিণ্ডে রিং পরানো হয়েছে

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ (ফাইল ফটো)

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় তাতে রিং পরানো হয়েছে। তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবুল হাসনাতের ব‌্যক্তিগত সহকারী খায়রুল বাশার রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ১৯৯৭ সালেও উনার হার্টে একটি ব্লক ধরা পড়েছিল। তখনও একটি রিং পরানো হয়েছিল।

চিকিৎসকদের বরাত দিয়ে খায়রুল বাশার জানান, আবুল হাসনাতের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে উনার ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস‌্যা নিয়ন্ত্রণে আনার পর চিকিৎসকরা উনাকে হাসপাতাল থেকে রিলিজ দেবেন। আরও চার-পাঁচ দিন হাসপাতালে থাকবেন তিনি। এখন তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবন এলাকার বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে আবুল হাসনাতকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৭৫ বছর বয়সী আবুল হাসনাত আবদুল্লাহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান। তিনি বরিশাল-১ আসনের সংসদ সদস্য। গত সরকারের সময়ে জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ। তার বড় ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা/পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়