ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যানকোভিড প্রাণীদেহে অ‌্যান্টিবডি তৈরিতে সক্ষম: গ্লোব বায়োটেক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:০৭, ৫ অক্টোবর ২০২০
ব্যানকোভিড প্রাণীদেহে অ‌্যান্টিবডি তৈরিতে সক্ষম: গ্লোব বায়োটেক

‘ব্যানকোভিড’ ভ‌্যাকসিন প্রাণীদেহে অ‌্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে দাবি করেছে গ্লোব বায়োটেক। এ জন্য কোনো ভ‌্যাকসিনের মডেল কপি করা হচ্ছে না বলেও  জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সম্প্রতি গ্লোব বায়োটেক উদ্ভাবিত টিকা বিশ্বে প্রথম ডি ৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানায় মার্কিন মেডিক‌্যাল জার্নাল বায়োআর্কাইভ। এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে।

এর আগে, গত ২ জুলাই সংবাদ সম্মেলনে দেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড।

ওই সময় জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গবেষণা কেন্দ্রে প্রাণীদেহের ওপর প্রথম ট্রায়াল সম্পন্ন হয়। এরপর গবেষণার বাকি কাজ করা হয় রাজধানীর তেজগাঁও ল্যাবে।
 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়