সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নমুনা পরীক্ষা করান।
জাকির হোসেন জানান, নুরুল ইসলাম নাহিদ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা সার্বক্ষণিক তার খোঁজ রাখছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ইয়ামিন/রফিক