ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:২৮, ১১ জানুয়ারি ২০২১
বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ

ফেব্রুয়ারির শুরুর দিকে সারাদেশে করোনার টিকা দেয়া শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম।

সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য ভবনে কোভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা সম্পর্কে এতথ্য জানান তিনি।

খুরশীদ আলম বলেন, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে ভ্যাকসিন আসবে। ২৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন শুরু হবে। দেশে আসার এক সপ্তাহ পর অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকেই প্রয়োগের পরিকল্পনা। ১৮ বছরের নিচে এবং গর্ভবতী মায়েদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ধাপে ধাপে ৩ কোটি ৪০ লাখের জন্য ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে।  ভ্যাকসিন প্রয়োগের জন্য ৭ হাজার ৩৪৪টি দল গঠন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ, জেলা সদর হাসপাতাল, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, পুলিশ বিজিবি হাসপাতাল ও সিএমএইচে হবে টিকা কেন্দ্র। 

 

ঢাকা/সাওন/এসএন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়