ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:১২, ২৩ জানুয়ারি ২০২১
করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি

২৭ জানুয়ারি প্রাথমিকভাবে করোনা ভাইরাসের টিকা প্রযোগ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

শনিবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি জানান, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্সকে প্রয়োগের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন হবে। 

এর আগে শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীর সাথে অন্যান্য পেশার মানুষও থাকবে। সেখানে আরও ২৪ জনসহ মোট ২৫ জনের একটি প্রতিনিধি দল থাকবে। সেই তালিকায় চিকিৎসক, নার্স, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ অন্য পেশার মানুষও থাকবেন।

তিনি বলেন, ২৮ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও টিকা প্রয়োগ শুরু হবে। এসব হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে দিয়েই এ কার্যক্রম শুরু হবে।

তাদের টিকা দেওবার পর এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে এবং পরে ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি।

 

ঢাকা/সাওন/এসএন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়