ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনামুক্ত হলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১৭ এপ্রিল ২০২১  
করোনামুক্ত হলেন রিজভী

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর নমুনা পুনরায় পরীক্ষা করা হলে তার ফল করোনা নেগেটিভ আসে।

রোববার (১৭ এপ্রিল) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় এবং নমুনা পরীক্ষার ফল করোনা নেগেটিভ আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিৎসা চলছে। তার অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে। তবে এখনও তাকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো।’

ডা. রফিকুল ইসলাম জানান, রুহুল কবির রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে নিজে হাঁটা-চলাও করতে পারছেন তিনি।

গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর দেহে করোনা শনাক্ত হয়। ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়