ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টিকা আনতে চীনে বিমানবাহিনীর উড়োজাহাজ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১১ মে ২০২১   আপডেট: ১৪:৪২, ১১ মে ২০২১
টিকা আনতে চীনে বিমানবাহিনীর উড়োজাহাজ

বাংলাদেশকে উপহার হিসেবে নিজেদের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার ৫ লাখ ডোজ দিচ্ছে চীন। সেই টিকা আনতে চীনে গেছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার সকাল ৮টা ১২মিনিটে বিমানটি চীনের উদ্দেশে উড়াল দিয়েছে। 

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের উপহারের ৫ লাখ ডোজ (বিবিআইবিপি-করভি) টিকা দেশটির বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা আছে। সেখান থেকে বিমানবাহিনীর পরিবহন বিমানটি এ টিকা দেশে নিয়ে আসবে।

আগামীকাল বুধবার (১২ মে) টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

ঢাকায় চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে সোমবার (১০ মে) সন্ধ্যায় এক পোস্টে জানানো হয়, উপহারের ৫ লাখ ডোজ টিকার প্যাকিং শেষ করেছে উৎপাদক প্রতিষ্ঠান সিনোফার্ম। হিমায়িত বিশেষ কনটেইনারে করে টিকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে।

চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা না দিতে পারায় বিকল্প উৎস হিসেবে চীনের সিনোফার্মের টিকা আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
 

ঢাকা/হাসান/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়