ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যশোদা হসপিটাল ও হেলথএক্সের মধ‌্যে চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৮ জুন ২০২১  
যশোদা হসপিটাল ও হেলথএক্সের মধ‌্যে চুক্তি

বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা স্টার্টআপ হেলথএক্স এবং ভারতের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যশোদা হসপিটাল, হায়দ্রাবাদের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ 

চুক্তি অনুযায়ী, হেলথএক্স বাংলাদেশে যশোদা হসপিটাল এর কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। ফলে, বাংলাদেশের রোগীরা যেকোন ধরনের চিকিৎসা নিতে যশোদা হসপিটাল, হায়দ্রাবাদ এর ডাক্তারদের কাছ থেকে টেলিপরামর্শ সেবা গ্রহণ করতে পারবেন। 

এছাড়াও চুক্তি অনুযায়ী, হেলথএক্স বাংলাদেশি রোগীদের যশোদা হসপিটালে ভর্তির বিষয়ে সহায়তা করবে।

হেলথএক্স বাংলাদেশের নতুন এক ডিজিটাল স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান। রোগীদের পূর্ণাঙ্গ হোম হেলথকেয়ার সেবা এবং ব্যক্তিগত হেলথ রেকর্ডবেজড টেলিমেডিসিন সেবা প্রদান করে থাকে।  হেলথএক্স বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য সমন্বয়ে কাজ করে যাচ্ছে। একইসাথে, সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যকে সামনে রেখে হেলথএক্স স্বাস্থ্য সেবাকে ডিজিটাল করতে কাজ করে যাচ্ছে। একই সাথে, বাংলাদেশের জনসাধারণের দোরগোড়ায় সর্বোন্নত স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে হেলথএক্স।

চুক্তি অনুষ্ঠানে হেলথএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তফা হাসান এবং যশোদা হসপিটালের কান্ট্রি ম্যানেজার শাহীনুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ৷

মেসবাহ/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়