ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে এক দিনে ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১০ জুলাই ২০২১  
রাজধানীতে এক দিনে ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী (ফাইল ফটো)

রাজধানীতে এক দিনে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, শনিবার সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত ৬৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৭৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৭৮ জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। শুধু একজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহম্মদ রোবেদ আমীন বলেছেন, ‘ঢাকা শহরে ডেঙ্গু বেশি হচ্ছে। তাই, খেয়াল রাখতে হবে, বাসার ভেতরে, ফুলের টবে এবং আশপাশে যাতে পানি জমে না থাকে। তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিতে হবে। মশার কামড় থেকে রক্ষা পেতে কাপড় দিয়ে শরীর ঢেকে রাখতে হবে। দিনে ও রাতে ঘুমানোর সময়ে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।’

ঢাকা/সাওন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়