ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চারটি টিকাই গ্রহণযোগ্য: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১৪ জুলাই ২০২১  
চারটি টিকাই গ্রহণযোগ্য: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বিশ্বের প্রায় সব দেশেই চারটি টিকা গ্রহণযোগ্য। তাই বিদেশগামীদের প্রতি মর্ডানার টিকা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে টিকাদান কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ কথা বলেন। 

বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাইজারের টিকার স্টক শেষ হয়ে যাওয়ার পর সেখানে মর্ডানার টিকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু বিদেশগামী অনেকে মর্ডানার টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন। একপ্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে। 

এ প্রসঙ্গে ডা. মো. শামসুল হক বলেন, ‘টিকা কার্যক্রম যা চলছিলো, ফাইজার ভ্যাকসিন দিয়ে আমাদের যে কার্যক্রম চলছিল- প্রথম ডোজ অনুপাতে যে স্টক ছিল আজ বা কালকে তা সাতটি হাসপাতালে শেষ হয়ে যাবে। অনেক হাসপাতালে ইতোমধ‌্যে শেষ হয়ে গেছে। সেখানে মর্ডানার টিকা দেওয়া কার্যক্রম চালু হয়েছে। আপনারা যারা বিদেশগামী আছেন, জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, তারা জানেন পৃথিবীর প্রায় সব দেশেই ফাইজার, মর্ডানা, অ্যাস্টাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন এই চারটি ভাকসিনই গ্রহণযোগ্য। কোনো ভ্যাকসিন আলাদা করা নেই। কাজেই এই চারটি ভ্যাকসিনের যে কোনো একটি যদি আপনি গ্রহণ করে বিদেশে যান, তাহলে আপনার সেই দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। কোয়ারেন্টাইনেও থাকা লাগবে না।’

তিনি বলেন, ‘সৌদি আরবেও যারা যাচ্ছেন, তাদের জন্যও এই চারটি ভ্যাকসিন প্রযোজ্য। সৌদি গেজেট থেকে আমাদের কাছে একটি তথ্য এসেছে। যে তথ্যে বলা হয়েছে- সিনোফার্মার ভ্যাকসিন দিয়েও তাদের দেশে যাওয়া যাবে।’

শামসুল হক বলেন, ‘আজকে অনেক জায়গায় ফাইজারের টিকা শেষ হয়ে গেছে— সেসব জায়গায় আমরা মর্ডানার টিকা সরবরাহ করেছি। কিন্তু আমাদের বিদেশগামী ভাইয়ের মর্ডানার টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করছেন। এতে কিন্তু আমাদের সিস্টেমে সমস‌্যা হবে। আমার কাছে ফাইজারের যে টিকা ছিল, তার দ্বিতীয় ডোজ সংরক্ষণে রেখে প্রথম ডোজ আমরা বিতরণ করে ফেলেছি। কোনো কোনো কেন্দ্রে হয়তো আজকে চলবে, কোনো কোনো কেন্দ্র কালকে পর্যন্ত চলতে পারে। সোহরাওয়ার্দী হাসপাতালে ফাইজার ভ্যাকসিন শেষ হওয়ার পর মর্ডানার টিকা নিতে চাচ্ছেন না অনেকে। বিশৃঙ্খলা করছেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি মর্ডানার টিকা নেওয়ার জন্য।’

এসএমএম না পেলে টিকা নিতে না আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘অনেকের হয়তো আগে যেতে হবে। টিকিটের ডেট কাছাকাছি, সেসব বিষয় মাথায় রেখেই বিদেশগামীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

ঢাকা/সাওন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়