ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩২১ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২১  
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩২১ জন

ডেঙ্গু নিয়ে ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের সাড়ে ৬৬ শতাংশের বয়স শুন্য থেকে ৩০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৪৬ জন। ঢকার বাইরে ৭৫ জন। 

চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ২২১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৮৯৬ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ২৭১ জন। এর মধ্যে ঢাকায় ১০৮০ জন, ঢাকার বাইরে ১৯১ জন।

চলতি বছরে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যুর তথ্য ‍নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৮ জন মারা গেছেন।

ঢাকা/সাওন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়