Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১২ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৪৩, ১২ অক্টোবর ২০২১
হাসপাতালে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার আগে বিএনপি মহাসচিব এসে তার সঙ্গে সাক্ষাৎ করে শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেশকিছু দিন ধরেই অসুস্থ বোধ করছেন। তাই, পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক‌্যাল বোর্ড সবকিছু পর্যালোচনা করার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে জানানো যাবে।

এর আগে গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হলে খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। করোনার ডেল্টা ভ‌্যারিয়েন্ট বাংলাদেশে হানা দিলে ১৯ জুন ব্যক্তিগত মেডিক্যাল টিমের পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়। ৯ মে খালেদা জিয়ার নমুনা পরীক্ষার ফল ‘করোনা নেগেটিভ’ আসার খবর জানায় বিএনপি।

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়