ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আরও অনেক চিকিৎসক দরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২৮ নভেম্বর ২০২১  
‘আরও অনেক চিকিৎসক দরকার’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম (ফাইল ফটো)

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ‘আমাদের স্বাস্থ্য খাতে আরও অনেক চিকিৎসক দরকার। দেশের প্রায় প্রতিটি হাসপাতালেই চিকিৎসক সংকট আছে, করোনাভাইরাস মোকাবিলার সময় আমরা এটা টের পেয়েছি। ইতোমধ্যে সরকারিভাবে অতি অল্প সময়ে রেকর্ড সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও এখন পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট আছে।’

রোববার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘চিকিৎসক নিয়োগ চলমান প্রক্রিয়া। আমাদের আরও অনেক চিকিৎসক লাগবে। এই সরকারের সময়ে যে পরিমাণ চিকিৎসক নিয়োগ হয়েছে, অতীতে কোনো সময়ই তা হয়নি।’

তিনি বলেন, ‘সরকার যদি চায়, নিশ্চয়ই আরও চিকিৎসক নেবে। আমার মনে হয় না, এই নিয়োগ কার্যক্রম থেমে যাবে। যারা নিয়োগের অপেক্ষায় আছেন, তারা হয়তো নিয়োগ পাবেন। নতুন করে হয়তো বিশেষ বিসিএসের আয়োজন করা হবে।’

৪২তম বিসিএসে (বিশেষ) চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে অপেক্ষমাণ তালিকায় আছেন প্রায় ২ হাজার চিকিৎসক। তাদের বিষয়ে স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক বলেন, ‘উত্তীর্ণ এসব চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসই যথেষ্ট বলে মনে করি।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে পারে, এ আশঙ্কা করে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল অনুযায়ী ৫ হাজার ৯১৯ জন উত্তীর্ণ হলেও বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) পদ স্বল্পতার কারণে ৪ হাজার জনকে ‘সহকারী সার্জন’ পদে নিয়োগের জন্য সুপারিশ করে। অবশিষ্ট ১ হাজার ৯১৯ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর বলছে সারা দেশে প্রায় ১১ হাজারের বেশি চিকিৎসকের পদ শূন্য আছে।

মেসবাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়