ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নতুন ক‌রে ১৪ ডেঙ্গুরোগী হাসপাতালে

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১২ জানুয়ারি ২০২২  
নতুন ক‌রে ১৪ ডেঙ্গুরোগী হাসপাতালে

ফাইল ছবি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাই রাজধানী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ব‌লে জানা গে‌ছে।

এই ১৪ জন‌কে নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ২২ জন ও অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন।

বুধবার (১২ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৯১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে‌ছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

এদিকে ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এই সময়ে ডেঙ্গুতে মারা যান ১০৫ জন।

মেয়া/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়