ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জুনে শিশুদের করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ২৯ এপ্রিল ২০২২   আপডেট: ২৩:২৫, ২৯ এপ্রিল ২০২২
জুনে শিশুদের করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগামী জুনের মধ্যে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া হবে।’ 

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্রসেন্টারে স্বাস্থ্য মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন,  ‘করোনার টিকার আওতায় প্রায় দুই কোটি শিশু আসবে। শিশুদের জন্য বিশেষ ধরণের (ফাইজার)  টিকা তৈরী করা হয়েছে। দুই কোটি টিকার চাহিদা আমরা পাঠিয়েছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। ৩০ লাখ টিকা ইতোমধ্যে এসেছে। আমার মা-বাবাদের বলবো ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নিবেন। জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিষ্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে। টার্গেটের নির্দিষ্ট জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। আমরা এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি তারা দ্রুত বুস্টার ডোজ নেবেন। আমাদের দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন তাই চতুর্থ ওয়েব (করোনা) আমাদের দেশে সেইভাবে আসবে না।’ 

ইফতার মাহফিলে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

চন্দন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়