ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক‌ দি‌নে ডেঙ্গু‌ আক্রান্ত ৪৬০, মৃত্যু ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ২৭ সেপ্টেম্বর ২০২২  
এক‌ দি‌নে ডেঙ্গু‌ আক্রান্ত ৪৬০, মৃত্যু ১

ছবি: সংগৃহীত

সারা দেশে প্রতি‌দিন ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল (২৬ সেপ্টেম্বর) দেশে এক দিনে সর্বোচ্চ ৪৮২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হ‌চ্ছে এক হাজার ৭৩৮ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুর খবরও জা‌নি‌য়ে‌ছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৬০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২০ জন। এ ছাড়া ঢাকার বাইরে ১৪০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৪৬০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৪ হাজার ৮২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৩০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়