ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফিলিস্তিনে আজান বন্ধে আইন করছে ইসরায়েল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিস্তিনে আজান বন্ধে আইন করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে আজান প্রচার বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এ সংক্রান্ত একটি বিল তেল আবিবের পার্লামেন্টে প্রাথমিক অনুমোদন পেয়েছে বলে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন জানিয়েছে।

বিলটি সমর্থকদের দাবি, পূর্ব বায়তুল মুকাদ্দাসে ভোরে ফজর নামাজের আজান দেয়া হয়। এতে মসজিদের আশপাশের আবাসিক এলাকার অনেক মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। লোকজনের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যই এ বিলটি আনা হয়েছে। আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ২ হাজার ৭০০ ডলার সমপরিমাণ অর্থ জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

বিলের অন্যতম সমর্থক আইনপ্রণেতা মত্তি ইয়োজেভ বলেছেন, ‘ঈশ্বর অন্যধর্ম বিশ্বাসের ওপর আঘাত হানতে নিষেধ করেছেন। এটা হচ্ছে নাগরিকদের ঘুম রক্ষার জন্য সামাজিক আইন।’

তবে বিরোধীরা বলছেন, ডানপন্থিদের আনা এই বিলটি মূলতঃ ইসরায়েলে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে।

ফিলিস্তিনি আইনপ্রণেতা আহমেদ তিবি ইসরায়েলের উদ্দেশে বলেছেন, ‘আপনারা ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ করছেন।’



রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়