ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইকুয়েডরের বিরুদ্ধে অ্যাসাঞ্জের মামলা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইকুয়েডরের বিরুদ্ধে অ্যাসাঞ্জের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ইকুয়েডর সরকারের বিরুদ্ধে মামলা করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

এর মধ্য দিয়ে গোপনীয়তা ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ও তাকে আশ্রয় দানকারী দেশ ইকুয়েডরের মধ্যে দ্বন্দ্ব নতুন মাত্রা পেল।

শুক্রবার উইকিলিকস এক বিবৃতিতে জানায়, তাদের আইনজীবী বলতাসার গারজন মামলা করতে বৃহস্পতিবার ইকুয়েডর পৌঁছান।

সুইডেনের কৌঁসুলিরা ধর্ষণের অভিযোগ আনার পর অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রয়েছেন। পরে সুইডেনের কৌঁসুলিরা তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিলেও ওই মামলায় বিচার থেকে পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে ব্রিটিশ কর্তৃপক্ষের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অ্যাসাঞ্জের ভয়, গ্রেপ্তারর পর যুক্তরাজ্য কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রের হাতে সোপর্দ করে দিতে পারে। উইকিলিকসে গোপন নথি ফাঁস করে দেওয়ার দায়ে ২০১০ সাল থেকে অ্যাসাঞ্জকে ধরার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয়ে থাকায় তা সম্ভব হয়নি।

উইকিলিকসের শুক্রবারের বিবৃতিতে বলা হয়, ‘ইকুয়েডর কর্তৃক অ্যাসাঞ্জের নিরাপত্তা সরিয়ে নেওয়ার হুমকি এবং সংক্ষেপে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের তার সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া এবং তার ফোনকল ও ইন্টারনেট প্রবেশাধিকার প্রতিরোধ করাসহ বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগ বন্ধের সাত মাস পর এই মামলা করা হলো।’

ইকুয়েডরের বিরুদ্ধে প্রেসিডেন্ট লেনিন মোরেনোর তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাতের অভিযোগও আনে উইকিলিকস।

উল্লেখ্য, মোরেনের আগের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন।

তথ্য : আল জাজিরা




রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়