ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৭

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৩, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাউকা প্রদেশের রোসাস শহরে এ ঘটনা ঘটেছে বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছে। বেশ কিছু বাড়িঘরও বিধ্বস্ত হয়েছে।

গত কয়েক দিন ধরেই কাউকাতে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এরপরই এই ভূমিধসের ঘটনা ঘটে।

ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ভূমিধস প্রায়ই হয়। বিশেষ করে মৌসুমি বৃষ্টিপাতের সময় এ ধরণের ঘটনা ঘটে থাকে।

রোসাস শহরের মেয়র জেসাস দিয়াজ বলেছেন, ‘দুর্ভাগ্যবশত প্রত্যাশা যখন একেবারেই ছিল থাকবে তখন এ ঘটনা ঘটলো। কারণ বৃষ্টিপাতের মৌসুমে কী হয় তা আমরা দেখেছি।’ কর্তৃপক্ষ বেঁচে যাওয়া লোকদের খোঁজে অভিযান চালাচ্ছে এবং স্থানীয় গুরুত্বপূর্ণ মহাসড়কের ওপর পড়ে থাকা ধ্বংসস্তুপ অপসারণে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান ডিউক রোববার রোসান শহর পরিদর্শণ করেছেন। ভূমিধসে ক্ষমিগ্রস্তদের চিকিৎসা সেবা ও বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এটা একটা জটিল সময়। তবে দেশ হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঐক্যবদ্ধ।’



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়